wapkiz.com অবশেষে নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেন ইমরুল কায়েস। ফর্মে থাকার পরেও কেনো স্কোয়াডে রাখা হয়নি এর কারণ জানতে চেয়েছিলেন ইমরুল। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে ক্ষোভের সঙ্গে তিনি বলেছিলেন, এভাবে বার বার উপেক্ষিত হলে একদিন ক্রিকেটকেই বিদায় বলে দেবেন। এরপর ব্যাপক সমালোচনার মধ্যে নিউজিল্যান্ড সফরের দলে ইমরুল কায়েসকে অন্তর্ভুক্ত করার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সময় সংবাদকে তিনি একথা জানান। ইমরুলকে দলে নেয়া হলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেয়া হচ্ছে না। অর্থাৎ ১৬ সদস্যের ওয়ানডে দল নিয়েই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান।