wapkiz.com সম্প্রতি শোনা গিয়েছে আপাতত বলিউডকে বাই বাই জানিয়েছেন প্রিয়াংকা। ভারতে তাঁর শেষ প্রোজেক্ট দ্য স্কাই ইজ পিঙ্ক। যদিও ছবির শ্যুটিংয়ের কাজ এখন থমকে। খুব অল্পদিনের মধ্যেই নায়িকা তা সেরে ফেলবেন বলে সূত্রের খবর। সম্প্রতি শোনা গিয়েছে আপাতত বলিউডকে বাই বাই জানিয়েছেন প্রিয়াংকা। ভারতে তাঁর শেষ প্রোজেক্ট দ্য স্কাই ইজ পিঙ্ক। যদিও ছবির শ্যুটিংয়ের কাজ এখন থমকে। খুব অল্পদিনের মধ্যেই নায়িকা তা সেরে ফেলবেন বলে সূত্রের খবর। কিন্তু এর মধ্যে তিনি একটি সুখবর দিলেন। অস্কারজয়ী আমেরিকান পরিচালক ব্যারি লেভিনসনের পরিচালনায় এক ধর্মগুরুর ( মা আনন্দ শীলা) ভূমিকায় অভিনয় করবেন তিনি। প্রসঙ্গত হলিউডে এটা প্রিয়ংকার চতুর্থ সিনেমা। মঙ্গলবার আমেরিকার একটি টক শোতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ঘোষণা করেন তাঁর নতুন সিনেমার। সেখানেই তিনি বলেন, এই সিনেমায় আমার চরিত্রে কোনও রোম্যান্টিসিজম নেই। শীলা একজন ভারতীয় ধর্মগুরু। আমেরিকানদের মধ্যে যিনি ভক্তি ছড়িয়েছিলেন। তবে এখানকার অনেকেই তাঁকে চেনেন না। এই চরিত্রে সাফল্য আসলে পরবর্তীতে মা শীলার চরিত্রে তিনি আবার অভিনয় করবেন এবং সেই সিনেমা তিনিই প্রযোজনা করছেন। নেটফ্লিক্সে মা আনন্দ শীলা এবং ওসো আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র হয়েছিল। আমেরিকায় তা খুবই জনপ্রিয় হয়েছিল। এরপরই তা সিনেমায় দেখানোর ভাবনা করেন পরিচালক। বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল বলিউডেও মা আনন্দ শীলাকে নিয়ে একটি সিনেমা হবে। যেখানে অভিনয় করার কথা ছিল আলিয়া ভাট-এর। তারপর অবশ্য কিছুই আর শোনা যায়নি।